আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো বৃহস্পতিবার ভোরে পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে চীনের নৌবাহিনীর একটি জাহাজ প্রবেশ করে। টোকিও চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয় সূত্র মতে , একই সময়ে ওই এলাকায় রুশ নৌবাহিনীর জাহাজও দেখা গেছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ‘স্থানীয় সময় ভোর ৫টায় (বুধবার গ্রিনিচ মান সময় ১৫৩০) চীনা নৌবাহিনীর একটি জাহাজ সেনকাকু দ্বীপপুঞ্জের চারপাশে আমাদের যে জলসীমা রয়েছে, সেখানে প্রবেশ করে।’
জাপান ও চীন দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে। চীনের কাছে এই দ্বীপপুঞ্জ দিয়াউইয়ু নামে পরিচিত। ২০১২ সালে টোকিও এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপকে ‘জাতীয়করণ’ করার পর চীনের সঙ্গে জাপানের সম্পকের্র অবনতি ঘটে। এ ব্যাপারে প্রতিবাদ জানাতে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী আকিতাকা সাইকি চীনের রাষ্ট্রদূত চেং ইয়োংহুয়াকে ডেকে পাঠা ।