News71.com
 International
 09 Jun 16, 08:47 PM
 556           
 0
 09 Jun 16, 08:47 PM

বাংলাদেশে বিনিয়োগে নতুনভাবে দৃষ্টিপাত করবে থাইল্যান্ড

বাংলাদেশে বিনিয়োগে নতুনভাবে দৃষ্টিপাত করবে থাইল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী ড. সোমকিদ জাতুস্রিপিতাক বলেছেন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপোতে সৃষ্টি হওয়া আগ্রহে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে নতুন ভাবে দৃষ্টিপাত করবে তার দেশ। বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।

গত ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপোর সাফল্যে বিষয়ে জানতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সৌজন্য সাক্ষাতে ডেকে পাঠান থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী। এই প্রদর্শনীতে বাংলাদেশে বিনিয়োগে ১৫০০ থাই প্রতিষ্ঠান নিবন্ধন করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। থাইল্যান্ডের অর্থনৈতিক বিষয়াবলি, বাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডেপুটি প্রধানমন্ত্রী ড. সোমকিদ রাষ্ট্রদূতকে বলেন, দুই দেশের উষ্ণ সম্পর্ক ও ভৌগলিক নৈকট্যের কারণে থাইল্যান্ড ‘পশ্চিমে তাকাও’ নীতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করবে।

বাংলাদেশের রাষ্ট্রদূত ট্রেড এক্সপোতে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের দেয়া থাইল্যান্ডের জন্য বিশেষ ইকোনমিক জোন তৈরির প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। এছাড়া রাষ্ট্রদূত তাসনিম থাইল্যান্ডে কয়েকটি পণ্যের রফতানিতে শুল্কমুক্ত-কোটামুক্ত প্রবেশ ও থাইল্যান্ডে বাংলাদেশের মোস্ট ফেভারড নেশন স্ট্যাটাস বজায় রাখার আহ্বান জানান। এছাড়া এ বছর ঢাকায় অনুষ্ঠিতব্য দুই দেশের চতুর্থ ট্রেড কমিটির অগ্রগতির বিষয়েও অবহিত করেন তিনি।


থাইল্যান্ডের সঙ্গে বৃহত্তর সড়ক, নৌ ও বিমান যোগাযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাবের বিষয়েও বৈঠকে কথা হয়। থাই ডেপুটি প্রধানমন্ত্রী সোমকিদ জাতুস্রিপিতাক রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির প্রস্তাব বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে থাইল্যান্ডের রামোং বন্দরের সংযোগ স্থাপনের কাজ বাস্তবায়নে এক সঙ্গে কাজ করবে। তিনি নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের ইচ্ছাও প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন