আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ায় মানবপাচারের দায়ে এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন মালয়েশিয়ার একটি আদালত। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার ওই দণ্ড দেন।
দণ্ডাদেশ পাওয়া ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম (৩২)। গত ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত থাইল্যান্ডের আন্দামান সাগর দিয়ে মোহাম্মদ নুরবাসইয়া, দেলওয়ার ও জয় নামের তিন বাংলাদেশিকে তিনি মালয়েশিয়ায় পাচার করেন। নুরুল ইসলাম পাচারের কথা আদালতে স্বীকার করেছেন।
গত ২ মে নুরুলকে গ্রেপ্তার করা হয়। আদালত বলেছেন, ওই দিন থেকেই তাঁর দণ্ডাদেশ কার্যকর বলে ধরা হবে।
এ ছাড়া মো. তোফাজির হুসাইন নামের এক বাংলাদেশিকে পাচারের অভিযোগে বিয়াও ওউ চুম্পু নামের থাইল্যান্ডের আরেক নাগরিককে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার আদালত।