আন্তর্জাতিক ডেস্ক: মেডিক্যাল ক্যাম্প চলাকালীন ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ক্যাম্পাসের ভিতরেই অভিযুক্ত অধ্যাপককে বেধড়ক পেটাল ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র্র লেট বসন্তরাওনায়েক মেডিক্যাল কলেজে। সামনে এসেছে ওই অধ্যাপককে মারধরের ভিডিও।
অভিযোগ গতকাল ওই কলেজে ক্যাম্প চলাকালীন এক ছাত্রীর শ্লীলতাহানি করেন অধ্যাপক শারোদ মোনোরে। ঘটনাটি তাঁর বন্ধুদের জানান ওই ছাত্রী। এরপর পরিকল্পনা করে ক্যাম্প চলাকালীন অধ্যাপককে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে আসেন ছাত্ররা। তারপর তাকে ঘিরে ধরে মারধর শুরু করে প্রমীলাবাহিনী।
মুখে ওড়না বেঁধে চড়-থাপ্পড় মারা হয়। আকুতি মিনতি করেও ছাত্রীদের রোষের হাত থেকে রেহাই পাননি ওই অধ্যাপক। থানায় অভিযোগ করার পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষের কাছেও আবেদন জানিয়েছেন ছাত্রীরা