আন্তর্জাতিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার (০৯ জুন) রাজধানী বাগদাদে দুটি পৃথক বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ২২ জন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৭০ জন। দেশটির একটি বাণিজ্যিক এলাকায় ও একটি সেনা তল্লাশি চৌকি লক্ষ্য করে এ হামলার ঘটনাটি ঘটে।
দেশটির এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বাগদাদের পূর্বাঞ্চলীয় বাণিজ্যিক এলাকা আল-জাদেদায় গাড়ি বোমা হামলা ও উত্তরাঞ্চলের তাজিতে অবস্থিত একটি তল্লাশি চৌকিকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে।
এতে আল-জাদেদায় অন্তত ১৫ জন এবং তাজিতে ৭ জন নিহত হন। উক্ত ঘটনায় এখনও কোন সংগঠন কোন দায় স্বীকার করেনি।