News71.com
 International
 09 Jun 16, 04:46 PM
 559           
 0
 09 Jun 16, 04:46 PM

ইরাকে বিক্ষিপ্ত বোমা হামলায় নিহত ২২ জন।।

ইরাকে বিক্ষিপ্ত বোমা হামলায় নিহত ২২ জন।।

আন্তর্জাতিক ডেস্কঃ আজ বৃহস্পতিবার (০৯ জুন) রাজধানী বাগদাদে দুটি পৃথক বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ২২ জন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৭০ জন। দেশটির একটি বাণিজ্যিক এলাকায় ও একটি সেনা তল্লাশি চৌকি লক্ষ্য করে এ হামলার ঘটনাটি ঘটে।

দেশটির এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বাগদাদের পূর্বাঞ্চলীয় বাণিজ্যিক এলাকা আল-জাদেদায় গাড়ি বোমা হামলা ও উত্তরাঞ্চলের তাজিতে অবস্থিত একটি তল্লাশি চৌকিকে লক্ষ্য করে এই আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে।

এতে আল-জাদেদায় অন্তত ১৫ জন এবং তাজিতে ৭ জন নিহত হন। উক্ত ঘটনায় এখনও কোন সংগঠন কোন দায় স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন