আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের মহাসড়ক থেকে ৪০ জনেরও বেশি মানুষকে অপহরণ করেছে তালেবান জঙ্গিগোষ্ঠী। একজন প্রত্যক্ষদর্শী বলছে, প্রাদেশিক রাজধানী কুন্দুজ শহরের বাইরে সশস্ত্র তালেবান সদস্যরা মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের জিম্মি করে নিয়ে যায়। গেল সপ্তায় তালেবান জঙ্গিরা একই সড়কে অন্ততপক্ষে ১২ জন যাত্রীকে হত্যা করেছিল।
আফগানিস্তানের সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর সড়কগুলোতে বিদ্রোহী-জঙ্গিরা প্রায়ই ভ্রমণকারী ও যাত্রীদের অপহরণ এবং হত্যা করে থাকে।
ধারণা করা হয় হত্যা করার পাশাপাশি আরও ১০ জনকে এখনো জিম্মি করে রাখা হয়েছে। গেল শরতে আফগান তালেবান গোষ্ঠী কিছু সময়ের জন্য কুন্দুজ দখল করে নিয়েছিল। পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনী শহরটির অধিকাংশ এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ২০০১ সালে আফগানিস্তানের ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর প্রথমবারের মতো দেশটির কোনো শহর দখল করেছিল।