News71.com
 International
 09 Jun 16, 12:08 PM
 579           
 0
 09 Jun 16, 12:08 PM

ইসরাইলের রাজধানি তেল-আবিবে প্রানকেন্দ্রে অস্ত্রধারীদের হামলা ।। নিহত ৪ আহত ৫, অভিযোগের তীর ফিলিস্তিনিদের দিকে....

ইসরাইলের রাজধানি তেল-আবিবে প্রানকেন্দ্রে অস্ত্রধারীদের হামলা ।। নিহত ৪ আহত ৫, অভিযোগের তীর ফিলিস্তিনিদের দিকে....

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের তেল-আবিব শহরের একটি মার্কেটের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। গতকাল বুধবার রাতে তেল-আবিবেরে স্যারোনা শহরের একটি ক্যাফেতে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির সেনাবাহিনীর প্রধান সদর দপ্তরের কাছাকাছি। এ ঘটনায় নিরাপত্তা রক্ষীদের গুলিতে অন্তত ৫ জন আহত হয়েছে। তাদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র মতে, হামলাকারী দুই বন্দুকধারীকে আটক করা হয়েছে। এদের একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ইসরায়েলের পুলিশের দাবি, হামলাকারী দুইজন ফিলিস্তিনের নাগরিক। তারা পশ্চিম তীরের হেবরন শহরের ইত্তা গ্রাম থেকে এসে এ হামলা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন