আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে সরকারি কর্মকর্তাদের ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে। কর্মক্ষেত্রে তাদের ব্যবহৃত কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে আগামীতে । এক প্রতিবেদনে এ বিষয়টি প্রকাশ করেছে। সিঙ্গাপুর সরকারের এ পদক্ষেপের পেছনে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি।
দেশটির সরকার জানিয়েছে, ইন্টারনেটের কারণে ইমেইল ও শেয়ার্ড ডকুমেন্ট প্রায়ই নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। আর এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই তারা এ উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা ছাড়াও যে কোনো কাজের ডকুমেন্ট ব্যক্তিগত ইমেইলে নিতে পারবেন না ।
সাম্প্রতিক এ সিদ্ধান্তটি ভালো হবে নাকি সিঙ্গাপুরকে পেছনে নিয়ে যাবে এ নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক জনমত গড়ে উঠেছে। বহু মানুষই বলছেন এটি একটি খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে এ সিদ্ধান্ত সিঙ্গাপুরের তথ্যপ্রযুক্তি খাতকে পেছনে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। তাছাড়া এ সিদ্ধান্ত সব ধরনের কর্মকর্তাদের ক্ষেত্রে প্রয়োগ করার যৌক্তিকতাও নেই বলে মনে করছেন অনেকে। এক্ষেত্রে শিক্ষকদের এ সিদ্ধান্তের বাইরে রেখে আসা উচিত বলে মনে করছেন অনেকেই ।
সিঙ্গাপুরের এ সিদ্ধান্ত গ্রহণের পেছনে রয়েছে ইনফোকম ডেভেলপমেন্ট অথরিটি (আইডিএ)। সিঙ্গাপুরের যাবতীয় সাইবার আক্রমণ রুখে দিয়ে একটি নিরাপদ ব্যবস্থা গড়তে এ সিদ্ধান্ত ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এ বিষয়ে আইডিএর এক মুখপাত্র জানান, আমরা কিছু সরকারি কর্মকর্তাদের জন্য ওয়ার্কস্টেশন থেকে পৃথক উপায়ে ইন্টারনেটে প্রবেশের উপায় নিয়ে কাজ করছি। এটি ১ বছরের মধ্যেই অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্যও কার্যকর করা হবে। আগামী বছরের মে মাসে সব সরকারি কর্মকর্তাদের এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সামগ্রীকভাবে সম্পূর্ণ প্রক্রিয়ার আওতায় ১ লাখ কম্পিউটারকে আনা হবে। ফলে কম্পিউটারগুলো থেকে সরকারি কর্মকর্তারা তাদের কাজের বাইরে ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। তবে তাদের ব্যক্তিগত কম্পিউটার বা ডিভাইসে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে জানান।