আন্তর্জাতিক ডেস্ক: হিলারি ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার মনোনয়নকে নারীদের জন্য ঐতিহাসিক ‘মাইলফলক’ উল্লেখ করে এর প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে মনোনয়ন পাওয়ার দৌড়ে ডেমোক্রেট দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে তিনি মঙ্গলবার নিজেকে বিজয় দাবি করেছেন।
নিউইয়র্কে এক সমাবেশে উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ৬৮ বছর বয়সী ক্লিনটন বলেন, ‘অসাধারণ প্রচারণা চালানোর জন্য আমি সিনেটর স্যান্ডার্সকে অভিনন্দন জানাই।’ তিনি বলেন, ‘আমরা মনে করি যে, একসঙ্গে আমরা অনেক বেশী শক্তিশালী। এই নির্বাচনে ঝুঁকি অত্যন্ত বেশি তবে পছন্দ সুস্পষ্ট।’ তিনি অভিযোগ করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প খামখেয়ালি মনের হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।’
হিলারি ক্লিনটন আরও বলেন ‘আপনাদের অনেক ধন্যবাদ। আমরা একটি মাইলফলকে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে একজন নারী এক প্রধান দলের মনোনয়ন পাচ্ছেন এটি আমাদের দেশের ইতিহাসে প্রথম ঘটনা।’ ক্লিনটনের নিউজার্সিতে বিজয়ের মধ্যদিয়ে দলের মনোনয়ন চূড়ান্ত হয়ে যাওয়ায় তাকে আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ এনে দিয়েছে।