আন্তর্জাতিক ডেস্কঃ বোমা আছে এমন হুমকিতে ইজিপ্টএয়ারের একটি যাত্রীবাহী বিমান উজবেজিকস্তানের উরজেন্স শহরের একচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এয়ারবাস এ-৩৩০-২২০ বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ১৩৫ জন আরোহী রয়েছে। বিমানটি মিশরের রাজধানী কায়রো থেকে চীনের বেইজিং যাচ্ছিল ।
জরুরি অবতরণের পর বিমানটির যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তারপর বিমানটিতে বোমার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গতকাল রাত সাড়ে ১১টায় বিমানটি কায়রো বেইজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর ৩ ঘণ্টা পরই বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ থেকে উরজেন্স ৮৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। উল্লেখ্য, গত মাসের ১৯ তারিখে ইজিপ্টএয়ারের ফ্লাইট এমএস ৮০৪ ১৬৬ জন আরোহী নিয়ে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। এখনো বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি বলে জানা গেছে ।