News71.com
 International
 08 Jun 16, 03:11 PM
 540           
 0
 08 Jun 16, 03:11 PM

সিডনিতে ব্যাপক ঝড় ৪ জনের মৃত্যু, হুমকির মুখে সমুদ্র তীরবর্তী ভবন.....

সিডনিতে ব্যাপক ঝড় ৪ জনের মৃত্যু, হুমকির মুখে সমুদ্র তীরবর্তী ভবন.....

আর্ন্তজাতিক ডেস্ক:-অস্ট্রেলিয়ার সিডনিতে জোয়ার এবং সমুদ্র স্রোতের তাণ্ডবে বিচে ভাঙন দেখা দিলে তীরবর্তী বড় বড় ভবনগুলো হুমকির মুখে পড়েছে। কোলারয় বিচের ৫০ মিটার এলাকায় ভাঙন শুরু হওয়ায় ভবনগুলো যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এছাড়া ঝড়ের ফলে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


দেশটির পূর্ব উপকূলে গত সোমবার থেকে ব্যাপক ঝড়-ঝঞ্ঝা শুরু হয়। এতে উপকূলের ৫০ মিটার পর্যন্ত ক্ষয়ের ঘটনা ঘটে। ফলে তীরবর্তী নয়নাভিরাম ভবনগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। এতে ঝড়ের আঘাতে চারজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধ মহিলাও রয়েছেন।

তবে মঙ্গলবারের দিকে ঝড়ের বেগ কিছুটা কমতে থাকে এবং ধীরে ধীরে তাসমানিয়া উপকূলের দিকে যায়। ঘূর্ণিঝড়ে স্রোত ১৩ মিটার পর্যন্ত উঠে যায়। ফলে তীরবর্তী কোটি কোটি টাকা খরচে তৈরি ওয়াটারফন্টের পিছনের মাঠ, ডেক এবং সুইমিংপুলের ব্যাপক ক্ষতি হয়। বসন্ত ঝড় হিসেবে পরিচিত এ ঝড়কে লোকজন রাজা জোয়ার বলে থাকে। মঙ্গলবার রাত পর্যন্ত এটি অব্যাহত ছিল।

নিউ সাউথ ওয়েলস ওয়াটার রিসার্চ ল্যাবরেটরি ইউনিভার্সিটির পরিচালক অধ্যাপক ইয়ান টার্নার বলেছেন, এ ভাঙনের ফলে বাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমরা বাড়িগুলোর ভেঙে পড়ার কড়কড় শব্দ শুনতে পেয়েছি। তাছাড়া ঝড়ের ব্যাপকতায় তীর সংলগ্ন বালু ২ থেকে ৫ মিটার সরে গেছে বলে আমাদের গবেষণায় বেরিয়ে এসেছে। বাড়ির মালিকরা ফিরে আসার আগ পর্যন্ত প্রকৌশলীরা ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন