News71.com
 International
 08 Jun 16, 01:52 PM
 565           
 0
 08 Jun 16, 01:52 PM

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় পাঁচ সাইকেল আরোহীর মৃত্যু.....

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় পাঁচ সাইকেল আরোহীর মৃত্যু.....

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক দুর্ঘটনায় পাঁচ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সূত্র মতে , কালামাজো শহরের পুলিশ জানিয়েছে, মাত্র মিনিট খানেক সময় আগেই লরিটি অস্বাভাবিকভাবে চালানো হচ্ছে বলে দেখা যায়। আর এরপরই লরিটি সাইকেল আরোহীদের আঘাত করে। লরিটির চালক ৫০ বছর বয়সী মিশিগানের অধিবাসী। দুর্ঘটনার পরই তিনি সেখান থেকে পালিয়ে যান। কিন্তু কিছু সময় পরই তাকে কাছাকাছি স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মার্কুস এবারহার্ড নামের একজন প্রত্যক্ষদর্শী কালামাজোর উড চ্যানেলকে বলেন, ট্রাকটি প্রায় তার পা মাড়িয়ে দিয়ে সামনের সাইকেল আরোহীদের দিকে এগিয়ে যায়। তিনি আরও বলেন, আমি দেখলাম কতগুলো সাইকেল ট্রাকটির সামনে আছড়ে পড়েছে এবং সেগুলোর কয়েকটি ছিটকে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন