News71.com
 International
 08 Jun 16, 01:44 PM
 764           
 0
 08 Jun 16, 01:44 PM

৪ মাস আগে মৃত এক মায়ের জীবিত সন্তান প্রসব .....

৪ মাস আগে মৃত এক মায়ের জীবিত সন্তান প্রসব .....

আন্তর্জাতিক ডেস্কঃ জীবিত মায়ের গর্ভেই প্রতিনিয়ত সন্তান মৃত্যুর খবর পাওয়া যায়, সেখানে মস্তিষ্কের মৃত্যু হওয়ার ৪ মাস পর এক মা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল এই অস্বাভাবিক ঘটনাটি ঘটেছে পর্তুগালের রাজধান লিসবনের একটি হাসপাতালে ।

সূত্রে জানা গেছে, সন্তান গর্ভে আসার ৩২ সপ্তাহ পর ওই মাকে মৃত ঘোষণা করেছিলেন ডাক্তাররা। এরপর গতকাল শিশুটি লিবসন হাসপাতালে ভূমিষ্ট হয়। জন্মের সময় তার ওজন ছিল ২.৩ কেজি। সূত্রে বলা হয়েছে, ওই নারী মারা যাওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর জানান, কৃত্রিম শ্বাস-প্রশ্বাস চালু রেখে গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব। এবং নবজাতকের বাবাও এতে সম্মতি দেন। অবশেষে গতকাল ওই হাসপাতালেই জন্ম নেয় ৮ মাসের ওই শিশুটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন