News71.com
 International
 08 Jun 16, 01:27 PM
 814           
 0
 08 Jun 16, 01:27 PM

কলকাতার এক গৃহবধূ বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ী চালিয়ে রেস জিতছেন...

কলকাতার এক গৃহবধূ বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়ী চালিয়ে রেস জিতছেন...

আন্তর্জাতিক ডেস্ক: শীতল দুগার, যখন তাঁর বিয়ে হয়েছিল তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। গাড়ি চালানো তো দূরের কথা এমনকি সচারচর বাড়ির বাইরেও বের হতেন না। সেই শীতল এখন চল্লিশের কোঠায়। তিন সন্তানের জননী সে। আর এই বয়সে লাম্বারঘিনি-র মতো গাড়ি নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ছেন। শহরের রাস্তায় চোখ ধাঁধানো এই লাম্বারঘিনি ইতিমধ্যেই কলকাতার নজর কেড়েছে। তারপর আরও সকলের চোখ ছানাবড়া হয়েছে যখন তাঁরা দেখেছেন গাড়িটি চালাচ্ছেন এক নারী।সাধারণ গৃহজীবনের আঙিনা থেকে বেরিয়ে তিন কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো! অনেকটাই রূপকথার মতোই ।

শীতলের মেয়ের মতে, ‘মা প্রথমে এতটা সাহসী ছিলেন না।তবে এখন তাঁর নিজের উপরে এতটাই বিশ্বাস যে তিনি লাম্বারঘিনি চালাচ্ছেন। ২ নম্বর জাতীয় সড়কে লাম্বারঘিনি চালিয়ে রেসও জিতেছেন।’ শীতলের মতে,‘শিল্পপতি স্বামী বিনোদের বরাবরই উৎসাহ ছিল। তারসঙ্গে অন্যের উপর নির্ভরতা করা আমার স্বভাবে নেই। নিজের কাজ নিজেই করতে ভালোবাসি। তাই সময়ের সঙ্গে সঙ্গে ড্রাইভিংটাও শিখেছি। চালকের উপর ভরসা করতে চাইনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন