আন্তর্জাতিক ডেস্কঃ প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়ে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা । গত রবিবার অনুষ্ঠিত প্রাইমারিতে পুয়ের্তো রিকোরতে বড় জয় পাওয়ার পরই গতকাল দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী নির্বাচিত হন। যা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে অন্যতম প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে হিলারি হচ্ছেন প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। সেদিক থেকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে এক ঐতিহাসিক নির্বাচন বলেই মনে করা হচ্ছে ।
আগের তথ্য অনুযায়ী, হিলারি ক্লিনটন মোট ২ হাজার ৩৮৪ ডেলিগেটের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এর মধ্যে প্লেজড ডেলিগেটের সমর্থন ১ হাজার ৮১২ এবং সুপার ডেলিগেটের সমর্থন রয়েছে ৫৭২। মনোনয়ন পাওয়ার জন্য তাঁর দরকার ছিল ২ হাজার ৩৮২ ডেলিগেটের সমর্থন। প্রয়োজনের চেয়ে একটি বেশি ডেলিগেটের সমর্থন পেয়ে তাঁর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায় ।
অপরদিকে, ডেমোক্রেটিক দলের হিলারির একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ১ হাজার ৫৬৬ ডেলিগেটের সমর্থন। এর মধ্যে প্লেজড ডেলিগেটের সমথর্ন রয়েছে ১ হাজার ৫২০ এবং সুপার ডেলিগেটের সমর্থন রয়েছে ৪৬। বিশ্ববাসীর এখন শুধু অপেক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-হিলারি লড়াই দেখার ।