News71.com
 International
 08 Jun 16, 01:19 AM
 559           
 0
 08 Jun 16, 01:19 AM

জাতিসংঘের কালো তালিকা থেকে সৌদি জোটের নাম বাদ...

জাতিসংঘের কালো তালিকা থেকে সৌদি জোটের নাম বাদ...

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের একটি কালো তালিকা থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের নাম বাদ দেয়া হয়েছে। যুদ্ধের মধ্যে শিশুদের অধিকার লঙ্ঘনকারী হিসেবে রাষ্ট্র ও গোষ্ঠীগুলোর তালিকায় জাতিসংঘ এর আগে ওই জোটকে অন্তর্ভুক্ত করেছিল ।

ইয়েমেনে গত বছর ৬০ ভাগ শিশু নিহত ও আহত হওয়ার জন্য জোট বাহিনী দায়ী— জাতিসংঘের এমন রিপোর্টের প্রতিবাদ জানিয়েছিল সৌদি। এতে বলা হয়েছিল, হতাহতের সংখ্যাটি ‘ব্যাপকভাবে অতিরঞ্জিত’। নাম বাদ দেয়ার পর জাতিসংঘ বলেছে, রিপোর্টে তালিকাভুক্ত বিষয়গুলো নিয়ে এখন একটি যৌথ পুর্নবিবেচনা চালানো হবে। এদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ) কালো তালিকা থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের নাম বাদ দেওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন