News71.com
 International
 08 Jun 16, 12:05 AM
 653           
 0
 08 Jun 16, 12:05 AM

হোয়াইট হাউজ থেকে মাত্র একধাপ পিছিয়ে হিলারি ডায়ান রডহ্যাম ক্লিনটন।। তাকে ঘিরে প্রত্যাশার পারদ বাড়ছেই

হোয়াইট হাউজ থেকে মাত্র একধাপ পিছিয়ে হিলারি ডায়ান রডহ্যাম ক্লিনটন।। তাকে ঘিরে প্রত্যাশার পারদ বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্কঃ হিলারি ডায়ান রডহ্যাম ক্লিনটন, যিনি মহাবিশ্বের সর্বাধিক প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। শুধু যুক্তরাষ্ট্রের ফাস্টলেডি থেকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নন, রাজনীতিবিদ হিসেবেও তাঁর দক্ষতার অসংখ্য প্রমাণ দিয়েছেন তিনি। রাজনৈতিক সচেতনতা থেকেই তিনি সর্বপ্রথম ১৯৬৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন।

১৯৪৭ সালের ২৬ অক্টোবর, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের এজ-ওয়াটার হসপিটালে জন্ম গ্রহণ করেন এই নারী। হিলারির বেড়ে ওঠা একটি যৌথ মেথডিস্ট পরিবারে। তাঁর বাবা হিউজ রডহ্যাম (১৯১১-১৯৯৩) ছিলেন ইংরেজ বংশদ্ভুত। তৎকালীন টেক্সটাইল শিল্পকারখানার একজন সফল ব্যবসায়ী হিসেবে যার পরিচিতি ছিলো। পক্ষান্তরে তাঁর মা ডরোথি এমা হাওয়েল (১৯১৯-২০১১) ছিলেন একজন সফল গৃহিণী। হিলারির জন্মের ৩ ও ৭ বছর পর তাঁর ছোট দুই ভাই যাথাক্রমে হিউজ রডহ্যাম ও টনি রডহ্যাম জন্মগ্রহণ করেন।

ছোটবেলা থেকেই আইন বিষয়ের উপর পড়ার ইচ্ছে ছিল তাঁর। তাই স্কুল আর কলেজ পাশের পর ওয়েলেসলে কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেই আইন নিয়ে পড়তে চলে যান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ১৯৭৩ সালে তিনি স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

শৈশবকালেই মেধা প্রতিযোগিতায় হিলারি জাতীয় পুরস্কার অর্জন করেছেন। সাঁতার প্রতিযোগিতা এবং বেজবল খেলায় তাঁকে হার মানানোর বিষয়টি ছিল বেশ কঠিন। তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন গার্ল স্কাউটে যোগদান করে। তাঁর বাবা ঐতিহ্যবাদী গোঁড়ামি দিয়ে বিভিন্ন সৃজনশীল কাজে তাঁকে বাঁধা দেওয়ার চেষ্টা করলেও তাঁর মা সর্বদাই স্বাধীন এবং পেশাদারী কর্ম জীবন ধারনের প্রতি উৎসাহ দিতেন। ১৯৯৭ সালে হিলারি ক্লিনটন আমেরিকার সেরা সঙ্গীত পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হন।

হিলারি এবং বিল ক্লিনটন উভয়ই ছিলেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের প্রথম পরিচয়টিও হয়েছিলো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে। দীর্ঘদিনের বন্ধু বিল ক্লিনটনকে জীবনসঙ্গী করতে হিলারি বিয়ের গাউন পড়েন ১৯৭৫ সালে। ১৯৭৯ সালে মার্কিন রোজ ল ফার্মে প্রথম নারী আইনজীবী হিসেবে যোগ দিয়ে সেবছরই স্থান করে নেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইমস পত্রিকার পাতায়।

১৯৯৩ সালে বিল ক্লিনটন মার্কিন প্রেসিডেন্ট হলে হিলারি মার্কিন ফার্স্ট লেডি হিসেবে প্রবেশ করেন হোয়াইট হাউসে। এসময়ই তিনি বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করেন। এরপর ২০০০ সালে নিউ ইয়র্কের সিনেটার নির্বাচনে বিজয়ী হন এবং ২০০৬ সালে এই একই পদের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হন। ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নিউইয়র্কের সিনেটরের দায়িত্বরত অবস্থায় ইরাক যুদ্ধের মতো বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন হিলারি।

২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের পক্ষে মনোনয়ন চেয়ে মাঠে নামেন। তবে রাজনৈতিক সমঝোতায় নিজের প্রার্থী মনোনয়ন বাতিল করে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার পক্ষেই প্রচারণা চালাতে শুরু করেন। নির্বাচনের পর ওবামা সরকারের পররাষ্ট্র্র্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান হিলারি ক্লিনটন।

২০১৬ সালে এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন সুদক্ষ এই রাজনীতিবিদ। ক্লিনটন বরাবরই বর্ণবাদ ও লিঙ্গ বৈষম্যকে সরু চোখে দেখেন। তাই অসংখ্য কৃষ্ণাঙ্গ এবং মহিলা ভোটারগণ সর্বদাই তাঁর দৃঢ় সমর্থক।

১৯৯৫ ও ২০০০ সালে এ পর্যন্ত মোট দু’বার বাংলাদেশ সফর করেছেন তৎকালিন মার্কিন ফাস্টলেডি হিলারি। তবে এর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও একবার বাংলাদেশ সফর করেন । তাই এ সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখেছিলেন বিশ্লেষকরা। শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দীর্ঘদিনের বন্ধুত্ব আছে হিলারি ক্লিনটনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন