News71.com
 International
 07 Jun 16, 10:47 PM
 546           
 0
 07 Jun 16, 10:47 PM

মোদীর সফরের সময়ই ২৫ ভারতীয় ছাত্রকে বহিষ্কার করল মার্কিন বিশ্ববিদ্যালয় -

মোদীর সফরের সময়ই ২৫ ভারতীয় ছাত্রকে বহিষ্কার করল মার্কিন বিশ্ববিদ্যালয় -

আন্তর্জাতিক ডেস্কঃ সম্মান ও অসম্মান, ভারতের কপালে দুই-ই জুটল আমেরিকায়! যখন আমন্ত্রিত হয়ে মার্কিন মুলুকে পা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন ২৫ জন ভারতীয় ছাত্রকে একটি মার্কিন বিশ্ববিদ্যালয় কার্যত, তাড়িয়েই দিল! বলা হল, কোনও মার্কিন বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে পড়াশোনা করার যোগ্যতাই নেই ওই ভারতীয় ছাত্রদের। ফলে, তাঁদের সে দেশে থাকা-খাওয়ার খরচ জুগিয়ে বিশ্ববিদ্যালয় ‘বাজে খরচ’ করতে পারে না!

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন কেনটাকি বিশ্ববিদ্যালয়ে। বহিষ্কৃত ২৫ জন ভারতীয় ছাত্র গত জানুয়ারিতে ওই বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন কম্পিউটার সাযেন্স প্রোগ্রামে। তাঁদের সঙ্গে ভর্তি হয়েছিলেন আরও ৩৫ জন ভারতীয় ছাত্র। একটি আন্তর্জাতিক নিয়োগ সংস্থার মাধ্যমেই ওয়েস্টার্ন কেনটাকি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন মোট ৬০ জন ছাত্র। গত জানুয়ারিতে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স প্রোগ্রামের চেয়ারম্যান জেমস গ্যারি বলেছেন, ‘‘আমরা পরে দেখেছি, ভর্তি হওয়া ভারতীয় ছাত্রদের মধ্যে ৪০ জনেরই বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়ার জন্য জরুরি যোগ্যতা নেই। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা রীতিমতো ভয়াবহ। ওরা কম্পিউটার প্রোগ্রামিং লিখতেও জানেন না। তাই তাদের হয় ভারতে ফিরে যেতে বা আমেরিকার অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করতে বলা হয়েছে।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন