News71.com
 International
 07 Jun 16, 08:07 PM
 539           
 0
 07 Jun 16, 08:07 PM

অনলাইনে যৌন নিগ্রহের হুমকিতে রয়েছে তরুণ প্রজন্ম: ইউনিসেফ

অনলাইনে যৌন নিগ্রহের হুমকিতে রয়েছে তরুণ প্রজন্ম: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ১৮ বছর বয়সীদের ৮০ শতাংশই বিশ্বাস করে , তরুণ প্রজন্ম অনলাইনে যৌন হয়রানি বা এ ধরনের আচরণের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার গবেষণার ফল প্রকাশিত হয়।


'বিপদ ও সম্ভাবনাসমূহ : অনলাইনে বেড়ে ওঠা' শীর্ষক গবেষণাটির ভিত্তি হচ্ছে একটি আন্তর্জাতিক মতামত জরিপ। ২৫টি দেশের ১৮ বছর বয়সী ১০ হাজারেরও বেশি ছেলেমেয়ের ওপর জরিপটি চালানো হয়। গবেষণাটিতে তরুণদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের সঙ্গে তাদের ঝুঁকিতে পড়ার শঙ্কার বিষয়টি তাদের দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে।


গবেষণায় দেখা গেছে, ১৮ বছর বয়সী ১০ জনের মধ্যে আটজনই বিশ্বাস করে, তরুণ প্রজন্ম অনলাইনে যৌন নিগ্রহের ঝুঁকিতে রয়েছে; অথবা এ ধরনের আচরণের শিকার হওয়ার ঝুঁকিতে। পাঁচজনের বেশি মনে করে, তাদের বন্ধুরা ইন্টারনেট ব্যবহারের সময় ঝুঁকিপূর্ণ আচরণে অংশ নেয়। তবে দেশভেদে এ হারে ভিন্নতা রয়েছে।


গবেষণার ফলাফলে বলা হয়, প্রতি তিনজন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে একজন শিশু। জরিপের ফলে অনলাইনে তরুণেরা কতটুকু নিরাপদ, তা তাদের উপলব্ধি থেকে বোঝা গেল। তবে গবেষণায় উঠে এসেছে, কিশোর-কিশোরীরা তাদের নিরাপত্তার বিষয়ে নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী।


ইউনিসেফের শিশু সুরক্ষা-বিষয়ক সহযোগী পরিচালক করনেলিয়াস উইলিয়ামস বলেন, তরুণদের তথ্যপ্রাপ্তিতে ইন্টারনেট ও মোবাইল ফোন বিপ্লব বয়ে নিয়ে এসেছে। তবে অনলাইনে মেয়ে ও ছেলেদের নিগ্রহের বিষয়টি কতটা সত্যি, তা জরিপের ফলে উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, ৯০ শতাংশ ছেলেমেয়ের বিশ্বাস, তারা অনলাইনে সম্ভাব্য সব রকম বিপদ এড়াতে পারে। ১০ জনের মধ্যে ছয়জন জানায়, অনলাইনে নতুন কারও সঙ্গে মেশা তাদের কাছে হয় কিছুই না, অথবা খুবই গুরুত্বপূর্ণ কিছু। ৩৬ শতাংশ জোরালোভাবে বিশ্বাস করে, অনলাইনে কেউ নিজের সম্পর্কে মিথ্যা বললে তারা তা ধরতে পারে। ৬৭ শতাংশ মেয়ে ও ৪৭ শতাংশ ছেলে জানায়, ইন্টারনেটে যৌনতা বিষয়ক মন্তব্য বা অনুরোধ পেলে তারা অবশ্যই উদ্বিগ্ন হবে।


গবেষণার ফলাফলে আরও বলা হয়, অনলাইনে হুমকির মুখোমুখি হলে বেশিরভাগ ছেলেমেয়েই বাবা-মা বা শিক্ষকের পরিবর্তে বন্ধুদের কাছে যায়। অথচ অর্ধেকেরও কম কিশোর-কিশোরী জোর দিয়ে বলতে পেরেছে, এসব পরিস্থিতি মোকাবেলায় বন্ধুকে সাহায্য করতে জানে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন