News71.com
 International
 07 Jun 16, 08:04 PM
 476           
 0
 07 Jun 16, 08:04 PM

ভারতে হরিয়ানায় চলন্ত বাসে বোমা বিস্ফোরণ ।। আহত ১৫ জন

ভারতে হরিয়ানায় চলন্ত বাসে বোমা বিস্ফোরণ ।। আহত ১৫ জন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানায় চলন্ত বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৫ জন। আজ মঙ্গলবার সকাল ১১টার একটু আগে হরিয়ানার ফতেহাবাদ জেলায় চলন্ত বাসে এ বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণ নিয়ে এ বছর হরিয়ানায় তৃতীয়বারের মতো বিস্ফোরণ ঘটল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের পিছনে একটি বিস্ফোরক ভর্তি কালো ব্যাগ রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণটি ঘটে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরণে সালফার জাতীয় কিছু পদার্থ ব্যবহার করা হয়েছে। মূলত, এ ধরনের জিনিস বাজী তৈরিতে ব্যবহার করা হয়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেছেন জেলার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং পুলিশের অপরাধ দমন শাখার একটি দল। প্রসঙ্গত, এ বছর জানুয়ারি এবং মার্চ মাসেই কম তীব্রতার দুটি বিস্ফোরণ ঘটে হরিয়ানার পানিপথে প্যাসেঞ্জার ট্রেনে। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হয়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন