আন্তর্জাতিক ডেস্কঃ ব্রোঞ্জের গণেশ, জৈন বাহুবলী মূর্তি সহ ২০০-রও বেশি বিরল প্রাচীন শিল্পকর্ম, মূর্তি ভারতকে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর উপলক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানাগেছে । মোদির উপস্থিতিতেই একটি অনুষ্ঠানে এই মূর্তিগুলি ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়। ঐতিহ্যবাহী, সংস্কৃতির বাহক ওই শিল্পকর্মগুলিকে ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমেরিকার প্রতি কৃতজ্ঞ মোদি। ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মার্কিন সরকার ও প্রেসিডেন্টের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাঁরা আমাদের সংস্কৃতি ফিরিয়ে দিচ্ছেন। এই ঐতিহ্য ভবিষ্যতে আমাদের অনুপ্রাণিত করবে। ২টি দেশকে আরও কাছাকাছি আনবে। তিনি আরও বলেন, গত ২ বছর ধরে বহু দেশই চুরি হয়ে যাওয়া ভারতীয় ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন মূর্তি, শিল্পকর্ম ফেরত দিচ্ছে। এবার সেই পথে আমেরিকাও ।
এ প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করে লেখেন, ভারতের ঐতিহ্যের প্রতি মর্যাদা, সংবেদনশীলতা দেখিয়েছে আমেরিকা। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এতে ভারতীয়দের মনেও তাঁদের প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। যে প্রাচীন মূর্তিগুলি ফেরত দিতে পারে আমেরিকা, সেগুলির ছবিও পোস্ট করেছেন বিকাশ। তার মধ্যে রয়েছে ব্রোঞ্জের গণেশের মূর্তি ও জৈন বাহুবলী মূর্তিটিও। ওই অনুষ্ঠানে উপস্থিত মার্কিন অ্যাটর্নি জেনারেল লরেটা ই লিঞ্চ জানিয়েছেন, চুরি হয়ে যাওয়া প্রাচীন মূর্তিগুলি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে ।