News71.com
 International
 07 Jun 16, 07:41 PM
 550           
 0
 07 Jun 16, 07:41 PM

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: ওপেন হার্ট সার্জারির এক সপ্তাহ পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। তাঁকে হাসপাতাল থেকে নিতে যান স্ত্রী কুলসুম এবং দুই পুত্র হাসান ও হুসেন। পাক প্রধানমন্ত্রী আপাতত লন্ডনের পার্ক লেনে নিজের বাড়িতে আছেন। তাঁর পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেছেন, তিনি এখন ভাল আছেন। গত সপ্তাহে লন্ডনের একটি হাসপাতালে নওয়াজ শরিফের অস্ত্রোপচার হয়। এরপর গতকাল সোমবার তাঁর কন্যা মরিয়ম ট্যুইট করে জানান, তিনি অনেকটা সুস্থ আছেন। হাসপাতালের করিডরে কিছুক্ষণ হেঁটেছেন, সিঁড়িও ভেঙেছেন। শরিফের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ছবিও ট্যুইটারে পোস্ট করেন মরিয়ম।

তিনি জানান, চিকিৎসকরা অনুমতি দিলেই দেশে ফিরবেন পাক প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ৬৬ বছর বয়সি শরিফ গত ২২ মে মেডিক্যাল চেকআপের জন্য লন্ডনে যান। কিন্তু তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। ২০১১ সালেও তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। পাঁচ বছর পরে ফের এই অস্ত্রোপচার হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা অস্ত্রোপচারের আগে নওয়াজ শরিফকে শুভেচ্ছা জানান। অস্ত্রোপচারের আগে ফোন করে মোদির সঙ্গে কথাও বলেন শরিফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন