আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় আইএস নিয়ন্ত্রিত একটি শহরের বাজারে বিমান হামলায় ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, আশারা শহরে ওই হামলায় নিহতদের মধ্যে আট শিশু রয়েছে। অবজারভেটরি ধারনা করছে, সিরিয়ার সরকারি ও রাশিয়ার বিমান থেকে এই হামলা হয়ে থাকতে পারে। উত্তর সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী আইএসবিরোধী অভিযানে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর এই বিমান হামলার ঘটনা ঘটল।