আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে গেল কয়েকদিনের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি পরিমাণ ৬৮ কোটি ডলারেরও বেশি বলে জানিয়েছে ফ্রেন্স ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন। আর এ ক্ষতি মোকাবেলায় মোকাবেলায় বড় ধরনের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস।
স্থানীয় সরকারের তত্ত্বাবধানে এই তহবিল সংগ্রহ করা হবে বলে জানান তিনি। দেশটির সিনিয়র কয়েকজন মন্ত্রীর সঙ্গে সোমবার এক বৈঠকের পর এ ঘোষণা দেন ভালস। বৈঠকে জানানো হয়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মধ্য প্যারিসের বাসিন্দারা।
কয়েক দশকের এই ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। আহত হয়েছেন আরও ২৪ জন। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। কর্তৃপক্ষ জানায়, বেশ কিছু এলাকা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করায় রাস্তাঘাট পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।