আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক সিটি মেয়রদের সম্মেলনে যোগদিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পৌঁছেছেন। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া'র নেতৃত্বে ডেনমার্ক বিমানবন্দরে মেয়র আনিসুল হক ফুলেল অভ্যর্থনা প্রদান করা হয়।
নির্ধারিত বিমান দেরিতে পৌছালেও ডেনমার্ক আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ অনেক রাত পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন।
কোপেনহেগেন বিমান বন্দরে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুইয়া, হিল্লোল বড়ুয়া, ফাহমিদ আল মাহিদ, আব্দুল্লাহ আল জাহিদ, মোহাম্মদ ইউসুফ, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, মাহফুজুর রহমান, ফয়সাল আহমেদ প্রমুখ।