News71.com
 International
 06 Jun 16, 01:27 AM
 564           
 0
 06 Jun 16, 01:27 AM

কৃষ্ণাঙ্গ আলীকে শ্রদ্ধা বারাক ওবামার

কৃষ্ণাঙ্গ আলীকে শ্রদ্ধা বারাক ওবামার

নিউজ ডেস্কঃ: মহম্মদ আলি শ্রেষ্ঠ, নিজেই একটা প্রজন্ম, বললেন বারাক ওবামা। স্মৃতিচারণায় মগ্ন ওবামা জানালেন, আলির চলে যাওয়ায় সারা বিশ্বের মতই, ভারাক্রান্ত মিশেল ও তাঁর মন। তবু স্মৃতি খানিক স্বস্তি দিয়েছে। গর্ব হয়, যে খুব কম সময়ের জন্য হলেও আলিকে চিনতেন তাঁরা। নিজেকে ভাগ্যবান মনে করেন ওবামা, কারণ আলি তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে অনেকখানি সময় ব্যয় করেছিলেন। উল্লেখ্য, আলিই প্রথম আফ্রিকান আমেরিকান হিসেবে হোয়াইট হাউসে ঢুকেছিলেন।

টুইটারে আলির মৃত্যু সংবাদ পেয়ে শোক জ্ঞাপন করতে ওবামা শেয়ার করেছেন সেই বিশ্ববিখ্যাত ছবিটি। ওবামার মাথার ওপর টাঙানো রয়েছে সেই ছবি, ‘‌রোরিং লাইক এ লায়ন’- আলির ঘুষির ভার সইতে না পেরে মাটিতে পড়ে আছেন সোনি লিস্টন, সে সময়ের মারাকাটারি বক্সার। সেই ছবি দেখেই ওবামা যেন বুঝতে পারেন, এই খেলোয়াড় সেরার সেরা।

মনে পড়ে আলির সেই বিখ্যাত উক্তি, ‘বিদ্যুৎকে তালুবন্দি করে, বজ্রপাতকে জেলে পাঠিয়ে, ফের হপ্তায় এক পাহাড়কে খুন করেছি আমি, আমার মারেই আহত হয়েছে পাথর, হাসপাতালে গেছে ইট, আমি এতই রুক্ষ, যে রোগ ধরিয়েছি ঔষুধের শরীরেও।’‌‌ ঝকঝকে কালো শরীরে ঝরে পড়া ঘাম, আর চকচকে চোখে তাকিয়ে দেখা জয়ের উল্লাস, ওবামার লেখাতেই যেন ঝরে পড়ছিল বর্ণ প্রেমের এক অন্য গন্ধ। আর যাই হোক, আমেরিকায় কৃষ্ণাঙ্গদের মাথা উঁচু করে বাঁচার একটা স্তম্ভ ছিলেন বেপরোয়া আলি, সেকথা সরাসরি না বলেও যেন মেনে নিলেন ওবামা।‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন