News71.com
 International
 05 Jun 16, 09:22 PM
 8152           
 0
 05 Jun 16, 09:22 PM

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সৌদিআরব

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সৌদিআরব

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরব গিয়েছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সিংহাসনে আরোহণের পর এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সৌদি আরব সফর। জেদ্দায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।

এরপর সেনাবাহিনীর একটি চৌকস দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়। বিভিন্ন সূত্র জানিয়েছে, এ সফরকালে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত, বিনিয়োগ, সন্ত্রাস প্রতিরোধ ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে। এছাড়া বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন আরও জোরালো হবে।

সরকারের একটি সূত্র জানায়, বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার শুরুর পর মুসলিম বিশ্বের দেশ পাকিস্তান ও তুরস্ক এই বিচারের বিপক্ষে কঠোর অবস্থান নেয়। তারা মুসলিম বিশ্বের অন্যান্য দেশকে দেশে যুদ্ধপরাধীদের বিচার বন্ধ করার জন্য উস্কে দেয়। ওই দুটি দেশ বিভিন্ন ভাবে সৌদি আরবের সমর্থন লাভের চেষ্টা করে। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়। সৌদি আরব যুদ্ধাপরাধের পক্ষেই অবস্থান নিয়েছে। শুধু সৌদি আরব নয় এর সাথে মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশেও যুদ্ধাপরাধী বিচারের পক্ষে অবস্থান নেয়। এর মধ্যে মিসর বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানের নাক গলানো উচিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের মধ্যে দিয়ে যুদ্ধাপরাধী বিচার ইস্যুতে মধ্যপ্রাচ্যের সমর্থন আরও জোরালো হবে বলে জানিয়েছে ওই সূত্র।

এ বিষয়ে সাবেক একজন রাজনীতিবিদ বলেন, বাংলাদেশে যখন একের পর এক বড় বড় যুদ্ধাপরাধীর বিচার কার্যকর করা হচ্ছে, এর মধ্যে প্রধানমন্ত্রীর রিয়াদ সফর খুবই গুরুত্বপূর্ণ। এই বিচার নিয়ে সৌদি আরব নাখোশ থাকলে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সৌদি বাদশাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে দেশে ভ্রমণের আমন্ত্রণ জানাতেন না।

সাবেক পররাষ্ট্র সচিব ড. ওয়ালিউর রহমান জানান, যুদ্ধাপরাধের বিচার শুরু হলে পাকিস্তান প্রথম দিকে সৌদি আরবকে ম্যানেজ করার চেষ্টা করে। তবে সৌদি আরব পাকিস্তানের কথায় কান দেয়নি। সৌদি আরব দেখেছে এই বিচার একটি আইনী কাঠামোর মধ্যে দিয়ে চলছে। সে কারণে এই বিচার নিয়ে আর উচ্চবাচ্য করেনি তারা। এই বিচার প্রক্রিয়ায় এক ধরনের সমর্থনই রয়েছে তাদের। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করছেন। এই সফরের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠছে যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সৌদি আরবের কোন মাথাব্যথা নেই। তিনি আরাও বলেন, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের মধ্যে দিয়ে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরালো হবে।

সৌদি আরবে আজ ৫ জুন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফরের আগে জানিয়েছেলেন, শ্রম বাজার সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি সহায়তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা এবং হজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই শীর্ষ নেতা মত বিনিময় করবেন। এসব আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সৌদি আরবের নেতৃত্বে আইএসবিরোধী সামরিক জোটের বিষয়ে ইতোমধ্যেই সমর্থন দিয়েছে বাংলাদেশ। আইএসবিরোধী বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশ ও সৌদি আরব একযোগে কাজ করবে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুসলিমদের পবিত্রতম স্থান মক্কা ও মদিনা আক্রান্ত হলে বাংলাদেশ থেকে সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। আইএসবিরোধী জোটে বাংলাদেশের যোগদান দুই দেশের সম্পর্কে আরও বন্ধুত্বপূর্ণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০০৯ সালে তিনি দ্বিপক্ষীয় সফরে সৌদি আরব গিয়েছিলেন। গত কয়েক বছরে ঢাকা ও রিয়াদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ও শক্তিশালী হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েও সফর হয়েছে। সৌদি আরবে প্রায় ২৫ লাখ বাংলাদেশী কর্মী কাজ করছে।

গত ৫ জানুয়ারি সৌদি আরবের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আল জুবায়েরের আমন্ত্রণে দেশটি সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। সে সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। তখন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য রিয়াদ প্রস্তুত। তিনি আরও জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে গেলে সৌদি বাদশাহ খুশি হবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন