আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে রক ফেস্টিভাল চলাকালে বজ্রপাতে ৮০ জন আহত হওয়ার পর আয়োজকরা কনসার্ট স্থগিত করেন। রক ফেস্টিভাল 'রক এম রিং' এ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্ট চলাকালে বজ্রপাত হওয়ায় তারা শেষ পর্যন্ত তাদের সকল আয়োজন স্থগিত বলে ঘোষণা দেন।
টানা তিনদিন ব্যাপী চলা এই মিউজিক ফেস্টিভালের তৃতীয় দিন বাজে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সত্বেও তা যে এত তীব্র বাজে হবে আয়োজকরা বিষয়টি ধারনা করতে পারেননি। এদিকে বজ্রপাত ও বৃষ্টি মধ্যে এই মুক্ত কনসার্টের আয়োজন করায় তীব্র ঝড় শুরু হলে সেখানে থাকা প্রায় ৯২ হাজার ভক্ত নিজেদের গাড়ি এবং তাবুতে আশ্রয় নেয়। এদিকে আবহাওয়া পূর্বাভাস পর্যবেক্ষণ না করে এই মিউজিক ফেস্টিভাল আয়োজন করায় আয়োজকদের লাইসেন্স সাময়িক ভাবে বাতিল করেছে জার্মান কর্তৃপক্ষ।