আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বসন্ত্রাসের তালিকাভুক্ত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানে নেই৷ শনিবার আবারও এই পুরানো কেচ্ছা শোনা গেল পাক হাইকমিশনার আব্দুল বাসিতের গলায়৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাসিত বলেন, ‘দাউদ কোথায় আছে আমরা জানি না৷ যে মানুষটি পাকিস্তানেই নেই, তাকে আমরা ভারতের হাতে তুলে দেব, দয়া করে এমন আশা করবেন না৷’ উল্লেখ্য, গতকালই সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে প্রশ্ন তুলে ভারত৷
সন্ত্রাস মোকাবিলায় পাকিস্তান যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে সুর চড়ান পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ তিনি বলেন, পাঠানকোট হামলায় পাকিস্তানের হাত রয়েছে এটা স্বীকৃত সত্য৷ আমাদের হাতে দৃঢ় প্রমাণ রয়েছে৷ পাক তদন্তকারী দল এদেশে এসে পাঠানকোট হামলার তদন্ত করলেও, এনআইএ-র টিমকেও এখনো পর্যন্ত সেদেশে যাওয়ার অনুমতি দেয়নি ইসলামাবাদ৷ এর ঠিক একদিন পরই মুখ খোলেন বাসিত৷ দাউদ পাকিস্তানে নেই বলে দাবি করেন তিনি৷
উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রের রাজস্ব মন্ত্রী একনাথ খাড়সের সঙ্গে দাউদের যোগযোগ রয়েছে বলে দাবি করেন মহারাষ্ট্রের এক হ্যাকার৷ তিনি জানান, পাকিস্তানি টেলিকম ফার্মে আড়ি পেতে এই তথ্য জানতে পেরেছেন তিনি৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল শুরু হয়৷ শনিবার ইস্তফা দেন খাড়সে৷