আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহিদের হামলায় ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো ছয়জন। শুক্রবার বিএসএফের গাড়িবহরে ভয়াবহ ওই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিএসএফের ডিজির কাছে রিপোর্ট তলব করেছেন। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধান করছে অতিরিক্ত বাহিনী, সিআরপিএফ।
জম্মু-কাশ্মির পুলিশের ডিরেক্টর জেনারেল কে রাজেন্দ্র বলেন, বিজবেহারায় জাতীয় সড়কের ওপর দিয়ে সেনাবাহিনীর গাড়িবহর যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলি চালায়। গুলিতে নিহত হন বিএসএফ-এর হেড কনস্টেবল গিরিশ কুমার শুক্ল, কনস্টেবল মহিন্দর রাম এবং হাবালদার দীনেশ। গুরুতর আহত হয়েছেন আরো ছয় জওয়ান। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বিএসএফের গাড়িবহরে হামলার দায় স্বীকার করেছেন ভারতে জঙ্গি হিসেবে পরিচিত হিজবুল মুজাহিদীন।