আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিল নাড়ু রাজ্যের কৃষ্ণগিরি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে । নিহতদের মধ্যে ৩জন নারী ও ১২ বছরের এক শিশু রয়েছে ।
সূত্রে জানা গেছে একটি বাস, লরি ও গাড়ির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে উক্ত হতাহতের ঘটনাটি ঘটে। বেরিগাই থেকে ৩৩ জন যাত্রী নিয়ে একটি বাস কৃষ্ণনগর যাচ্ছিল। তখন এটির সঙ্গে সুপারিবোঝাই কর্ণাটক থেকে ছেড়ে আসা একটি লরির সংঘর্ষ বাধে। এতে একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় ।