আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের মথুরায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। সূত্র মতে , গতকাল বৃহস্পতিবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
উচ্চ আদালতের নির্দেশে গতকাল জওহরবাগ এলাকার সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদ করতে যায় পুলিশ। এ সময় দখলদার গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।সংঘর্ষের এই ঘটনায় কয়েক শ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মথুরায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।