আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আসন্ন ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনকে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, এই রাজনিতিবিদ সারাবিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারেন। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও স্বনামধন্য লেখক প্যাট্রিক ড্যানিয়েল ওয়েলচর মত, যদি হিলারি নির্বাচিত হন তাহলে তিনি নতুন করে মার্কিন সাম্রাজ্যবাদের ডাক দেবেন এবং বহুসংখ্যক যুদ্ধ শুরু করবেন ।
প্যাট্রিক ড্যানিয়েল ওয়েলচর এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের শীর্ষ সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন হচ্ছেন একজন গণহত্যাকারী এবং একজন দক্ষ যুদ্ধবাজ ব্যক্তি। তিনি রিপবালিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক বেশি বিপজ্জনক রাজনীতিক। ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতি ও হিলারি ক্লিনটনের মিথ্যা বলা নিয়েও বিশ্লেষক ওয়েলচ কথা বলেন। তাছাড়া, হিলারিকে কৃষ্ণাঙ্গদের জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে তার বর্ণ-বিদ্বেষী মনোভাবের সমালোচনা করেন এই জনপ্রিয় লেখক ।