News71.com
 International
 03 Jun 16, 10:54 AM
 616           
 0
 03 Jun 16, 10:54 AM

জাপানে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করল সেনাকর্মীরা

জাপানে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করল সেনাকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক: গত শনিবারে বাবা মা তাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলেন। ঠিক এক সপ্তাহ পর শুক্রবার ওই জঙ্গল থেকেই উদ্ধার হল ৭ বছরের ইয়ামাতো তানুকা। স্থানীয় সেনা ছাউনির মধ্যে থেকে তাকে পাওয়া গিয়েছে। সেনাকর্মীরা জানিয়েছেন, ড্রিল করতে গিয়ে তাঁরা ছেলেটিকে উদ্ধার করেন। তার কোনও ক্ষতি হয়নি, শারীরিকভাবে সুস্থ আছেন তানুকা । তবে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

স্থানীয় সূত্র মতে, ভালুক ভর্তি জঙ্গলে পথ হারানো ছেলেটি ভাগ্যক্রমে সেনা ছাউনির চত্বরে ঢুকে পড়ে একটি কুঁড়েঘরে বসেছিল। ড্রিল করতে বেরিয়ে সেনা জওয়ানরা তাকে সেখান থেকে উদ্ধার করে।

হোক্কাইডোর পাহাড়ি জঙ্গলে গত শনিবারে ইয়ামাতো তানুকাকে ফেলে রেখে যান তার বাবা মা। পার্কে বাবা, মা, দিদির সঙ্গে বেড়ানোর সময় গাড়িতে ঢিল ছোঁড়ার অপরাধে এই জঙ্গলে একাকি থাকার শাস্তি জোটে তার কপালে। প্রথমে বাবা মা ছেড়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরে চাপের মুখে মেনে নেন, তাঁরাই গভীর জঙ্গলে ফেলে এসেছেন আপন সন্তানকে। তারপর থেকেই হিংস্র পশু বোঝাই জঙ্গলে প্রবেশ করে তানুকার সন্ধান চালাচ্ছিলেন ত্রাণকর্মীরা। গোটা জাপান প্রার্থনা করছিল, যেন উদ্ধার হয় দুর্ভাগা শিশুটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন