News71.com
 International
 03 Jun 16, 10:49 AM
 581           
 0
 03 Jun 16, 10:49 AM

ফ্রান্সে বন্যা পরিস্থিতির অবনতি ...

ফ্রান্সে বন্যা পরিস্থিতির অবনতি ...

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানি বাড়তে থাকায় প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়াম বন্ধ ঘোষণা করা হয়েছে। মিউজিয়ামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কয়েকটি জায়গায় জরুরি বাঁধ দেওয়া হয়েছে।

বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্যারিস এবং ফ্রান্সের মধ্যাঞ্চলের প্রায় ২৫ হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক এলাকায় দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করেছে সরকার। বন্যায় ২০টিরও বেশি শহর প্লাবিত হয়েছে। ফ্রান্স ছাড়াও ভারী বৃষ্টিপাতে ইউরোপজুড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যুই হয়েছে জার্মানিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন