আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার পশ্চিম উপকূলে ভেসে উঠেছে অন্তত ২৫ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ। আজ উপকূল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির এক কর্মকর্তা।
তাদের মধ্যে অনেকেই নারী ও শিশু ছিলো বলে জানায় ওই কর্মকর্তা। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিগত এক সপ্তাহে মেডিটেরিয়ান সাগরে ডুবে মারা গেছেন শতাধিক অভিবাসী।
ত্রিপোলির কোস্টগার্ডের একজন মুখপাত্র জানান, গত দুইদিন ধরে তারা কোনো অভিবাসী নৌকা দেখেন নি। আর এ সময় সমুদ্রও বেশ উত্তাল ছিল।