News71.com
 International
 03 Jun 16, 12:24 AM
 568           
 0
 03 Jun 16, 12:24 AM

আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিল জার্মানি।।

আর্মেনীয় গণহত্যাকে স্বীকৃতি দিল জার্মানি।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম বিশ্বযুদ্ধে আর্মেনীয়দের ওপর তুর্কি অটোম্যান সাম্রাজ্যের পরিচালিত হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়ে জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে একটি প্রস্তাব পাস হতে যাচ্ছে।

তবে তুরস্ক এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে, এটা জার্মানির সঙ্গে তাদের সর্ম্পকে আঘাত হানতে পারে।

আর্মেনিয়ার দাবি, প্রথম বিশ্বযুদ্ধে ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করে অটোম্যান তুরস্ক। তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে তুরস্ক বলেছে, সংখ্যাটা অনেক বাড়িয়ে বলা হচ্ছে। একটি সুনির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালালে সেটাকে গণহত্যা বলা হয়। তুরস্কের দাবি, সে সময় একটি নৃতাত্তিক জনগোষ্ঠী হিসেবে আর্মেনিয়াকে টার্গেট করে গণহত্যা চালানো হয়নি। অটোমান সাম্র্যাজ্যের পতনের সময় বহু তুর্কি নাগরিকও হত্যাযজ্ঞের স্বীকার হয়েছেন বলে যুক্তি দেওয়া হয়। তবে জার্মানির আগে ফ্রান্স, রাশিয়াসহ বিশ্বের প্রায় ২০টি দেশ এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এ হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে। এদের মধ্যে পোপ ফ্রান্সিসও রয়েছেন।

১৯১৪ সালে জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরির পক্ষ নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয় তুর্কি অটোমান সাম্রাজ্য। সেই সময় আর্মেনীয়রা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। যুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্য আর্মেনীয়দের ‘ঘরের শত্রু’ বলে প্রচারণা চালায়।

আর্মেনীয়রা দাবি করে, ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে তাদের ১৫ লাখ মানুষকে হত্যা করা হয়েছে। আর্মেনীয়রা দীর্ঘদিন থেকে ওই হত্যাকান্ডকে গণহত্যা বলে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য চেষ্টা করে আসছে। তবে কোনও কোনও বিশ্লেষকের মতে, এটি তুরস্কের কাছ থেকে আর্মেনিয়ার ক্ষতিপূরণ আদায় এবং সম্ভাব্য ভূখন্ড পুনরুদ্ধারের একটি কৌশলের অংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন