News71.com
 International
 03 Jun 16, 12:15 AM
 696           
 0
 03 Jun 16, 12:15 AM

দূ:সাহসি এক মার্কিন নারী অভিযাত্রীর অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়

দূ:সাহসি এক মার্কিন নারী অভিযাত্রীর অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়

আন্তর্জাতিক ডেস্ক: অক্সিজেন ছাড়াই বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয় করলেন মার্কিন তরুণী মেলিসা আর্নট। প্রথম মার্কিন মহিলা অভিযাত্রী হিসেবে এই কঠিন কাজ সম্পূর্ণ করলেন তিনি। ৩২ বছরের আর্নটের এটি ষষ্ঠ এভারেস্ট অভিযান। এর আগে নেপালের দক্ষিণ দিক দিয়ে এভারেস্টে উঠেছিলেন তিনি। এবারই উত্তর-পূর্ব দিক থেকে তিব্বত দিয়ে এভারেস্ট জয় করেন তিনি।

চলতি মৌশুমে মোট ৭০০১টি এভারেস্ট অভিযান হয়েছে। তার মধ্যে মাত্র ১৯৩ জন অক্সিজেন মাস্ক ছাড়াই সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন।

এভারেস্টের ২৬,০০০ ফিট ওপরে যে অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলা হয়, সেখানেই অক্সিজেনের অভাব সবচেয়ে বেশি। অনেকেই অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের চেষ্টা করেন। কিন্তু এই উচ্চতার পর অনেকেই হাল ছেড়ে দেন বলে জানিয়েছেন ১৫ বারের এভারেস্ট জয়ী ডেভ হ্যান।

২০১৩ থেকে অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের চেষ্টা চালিয়ে গেছেন আর্নট। তাঁর সঙ্গী ছিলেন দোর্জে শেরপা। শেষ পর্যন্ত সাফল্য পেলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন