আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের ‘ওয়াট ফা লুয়াং তা বুয়া’ বৌদ্ধ মন্দির থেকে বাঘ উদ্ধারের ঘটনায় আজ বৃহস্পতিবার একজন বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনকে আটক করেছেন থাই পুলিশ। প্রসঙ্গত ওই মন্দিরের ফ্রিজের ভেতর থেকে গতকাল বুধবার ৪০টি মৃত বাঘের বাচ্চা উদ্ধার করে দেশটির বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। বন্য প্রাণী পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে কয়েক দিন ধরে অভিযান চালানো হচ্ছে।
থাই পুলিশ জানায়, এ ঘটনায় আজ বৃহস্পতিবার একটি লরি থেকে একজন বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনকে আটক করে পুলিশ। ওই তিনজন লরিতে উঠে মন্দির এলাকা থেকে পালিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে থাইল্যান্ডের ওয়াইল্ড লাইফ কনজারভেশন অফিসের পরিচালক তেউনচাই নুচদুমরং বলেন, ওই মন্দিরের পরিচালকেরা সম্ভবত বাঘ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। বাঘ পাচার করে তাঁরা দেশের আইন লঙ্ঘন করেছেন।