News71.com
 International
 02 Jun 16, 09:28 PM
 583           
 0
 02 Jun 16, 09:28 PM

সন্ত্রাসী হামলায় নিহত জুলহাজ মান্নানের স্বজনদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ওবামার চিঠি

সন্ত্রাসী হামলায় নিহত জুলহাজ মান্নানের স্বজনদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ওবামার চিঠি

নিউজ ডেস্ক : ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউএসএইড ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানের পরিবারের কাছে চিঠি লিখেছেন । আজ সকালে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নিহত জুলহাজের পরিবারের সদস্যদের কাছে চিঠিটি হস্তান্তর করা হয়। গত ৫ মে লেখা ওই চিঠিতে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা নিহত জুলহাজের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, এমন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না।

পরিবারের একজন সদস্য বলেন , ‘আজ সকালে মার্কিন দূতাবাস থেকে খোঁজ খবর নেয়ার জন্য যেতে বলা হয়। আমরা সেখানে যাওয়ার পর, দূতাবাস থেকে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো চিঠিটি আমাদের কাছে হস্তান্তর করা হয় ।

উল্লেখ্য জুলহাজ ও তার বন্ধু মাহবুব তনয়কে অজ্ঞাত চাপাতিধারিরা ২৫শে এপ্রিল তার নিজ বাসায় কুপিয়ে হত্যা করে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন