News71.com
 International
 02 Jun 16, 09:12 PM
 509           
 0
 02 Jun 16, 09:12 PM

বিশ্বের ধনী সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সম্পদে মানুষের আহাজারি

বিশ্বের ধনী সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সম্পদে মানুষের আহাজারি

আন্তর্জাতিক ডেস্ক: বিস্তর ক্ষতি হওয়া সত্বেও বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসবাদী সংগঠনের নাম হল ইসলামিক স্টেট (আইএস)। গতকাল বুধবার আইএস-এর মোট আয় ও সম্পত্তির পরিমাণ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে সেন্টার ফর অ্যানালিসিস অফ টেররিজম নামের একটি সংস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, আইএস-এর দখলে থাকা পেট্রো-ভাণ্ডারের ওপর গত বছর ক্রমাগত হামলা হওয়া সত্ত্বেও ২.৪ বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছে জঙ্গি সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী, এ আয় ২০১৪ সালের থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার কম । বিস্তর ক্ষতি হওয়া সত্বেও এখনো বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসবাদী সংগঠনের নাম হল ইসলামিক স্টেট (আইএস)।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, আইএস-এর দখলে যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে বসবাসকারী মানুষের থেকে বিশাল কর আদায় শুরু করেছে জঙ্গি সংগঠনটি। মূলত, এখন সেটাই তাঁদের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে।

জানা গিয়েছে, ইরাক ও সিরিয়া থেকে ২০১৫ সালে কর বাবদ প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার ঘরে তুলেছে আইএস। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৩৬০ মিলিয়ন মার্কিন ডলার। শতাংশের হারে এই বৃদ্ধি ১২ থেকে ৩৩। এর থেকেই পরিষ্কার, সাম্রাজ্য বজায় রাখতে মানুষকে কী ভাবে নীপিড়ন করে চলেছে এই জঙ্গি সংগঠন।

রিপোর্ট বলছে, গত বছর তেল-কূপের লক্ষ্য করে লাগাতার মার্কিন বোমাবর্ষণের ফলে প্রায় ৪০ শতাংশ জমি হাতছাড়া হয়েছে আইএস-এর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন