আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের সামরিক বাহিনীর অবরোধের মুখে ফালুজায় কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিল। তাছাড়া সেখানে শিশুদের যোদ্ধা হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে ।
জাতিসংঘের শিশু তহবিলের ইরাক বিষয়ক প্রতিনিধি পিটার হকিন্স বলেন, ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী নগরিতে কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে। এছাড়া শিশুদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। গত ২২ ও ২৩ মে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে ইরাকি বাহিনীর ব্যাপক অভিযানে ফালুজা থেকে পালিয়ে যায় অনেক বাসিন্দা। যদিও তারা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির মারাত্মক সংকটের মুখে পড়েছে ।
আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যাওয়া কয়েকশ পরিবার নগরীর উপকণ্ঠে আশ্রয় নিয়েছেন। নগরীর ভেতরে থাকা বাসিন্দাদের অবস্থা আরো নাজুক বলে জানা গেছে। এ পরিস্থিতিতে ফালুজার বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউনিসেফ নিরাপদ করিডোর খুলতে আবারো আহ্বান জানিয়েছেন। এদিকে আইএস মানব ঢাল হিসেবে লোকদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘ ।