News71.com
 International
 02 Jun 16, 06:39 PM
 535           
 0
 02 Jun 16, 06:39 PM

ইরাকে ফালুজায় বিশ হাজার শিশু অবরুদ্ধ...

ইরাকে ফালুজায় বিশ হাজার শিশু অবরুদ্ধ...

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের সামরিক বাহিনীর অবরোধের মুখে ফালুজায় কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিল। তাছাড়া সেখানে শিশুদের যোদ্ধা হিসেবে কাজ করতে বাধ্য করা হচ্ছে ।

জাতিসংঘের শিশু তহবিলের ইরাক বিষয়ক প্রতিনিধি পিটার হকিন্স বলেন, ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী নগরিতে কমপক্ষে ২০ হাজার শিশু আটকা পড়েছে। এছাড়া শিশুদের যুদ্ধ করতে বাধ্য করা হচ্ছে। গত ২২ ও ২৩ মে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে ইরাকি বাহিনীর ব্যাপক অভিযানে ফালুজা থেকে পালিয়ে যায় অনেক বাসিন্দা। যদিও তারা খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির মারাত্মক সংকটের মুখে পড়েছে ।

আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যাওয়া কয়েকশ পরিবার নগরীর উপকণ্ঠে আশ্রয় নিয়েছেন। নগরীর ভেতরে থাকা বাসিন্দাদের অবস্থা আরো নাজুক বলে জানা গেছে। এ পরিস্থিতিতে ফালুজার বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউনিসেফ নিরাপদ করিডোর খুলতে আবারো আহ্বান জানিয়েছেন। এদিকে আইএস মানব ঢাল হিসেবে লোকদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন