News71.com
 International
 02 Jun 16, 03:34 PM
 543           
 0
 02 Jun 16, 03:34 PM

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অধ্যাপকসহ নিহত দুই

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অধ্যাপকসহ নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক: বন্দুকধারীর হামলায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে দুই জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। পুলিশের ধারণা হামলাকারীকে বাধা দিতে গিয়েছিলেন তিনি।

সকালে হঠাৎ করে গুলির শব্দে কেঁপে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। প্রাণ হাতে নিয়ে ছুটতে শুরু করেন হাজার হাজার ছাত্র-ছাত্রী। অধ্যাপকরা, মোবাইল ফোন ও ল্যাপটপ বন্ধ করে তাদের ক্লাসরুমে লুকিয়ে থাকার পরামর্শ দেন ।

হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। পৌঁছায় এফ বি আই ও। গুলির শব্দ বন্ধ হলে ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং ভবন থেকে দুটি মৃত দেহ উদ্ধার করেন পুলিশ। একজন খুন হয়েছেন ও অপর জন আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। একজন অধ্যাপক হলেও অপরজনের পরিচয় জানা জানা যায়নি ।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এর আগেও বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে প্রায় ৪৫ হাজার ছাত্র-ছাত্রী অধ্যয়ন করেন। হামলার পর সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলেও পরে তা খুলে দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন