News71.com
 International
 02 Jun 16, 02:18 PM
 585           
 0
 02 Jun 16, 02:18 PM

পৃথিবীর চেহারা পাল্টে দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানী।।

পৃথিবীর চেহারা পাল্টে দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানী।।

নিউজ ডেস্কঃ সারাবিশ্বে দ্রুত বাড়ছে নবায়নযোগ্য শক্তি উৎপাদন। সৌরশক্তি ও জলবিদ্যুতের মত সবুজ শক্তিতে শুধুমাত্র ২০১৫ সালে যে পরিমাণ বিনিয়োগ হয়েছে তা পূর্বের যে কোন সময়ের চেয়ে বেশি। এর ফলে দ্রুতই বিশ্বের চেহারা বদলে যাবে বলে আশা করা হচ্ছে।

রিনিউয়েবলস গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত বছর কয়লা বা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জন্য যে বিনিয়োগ হয়েছিল গতবছর তার দ্বিগুণেরও বেশি বিনিয়োগ হয় পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানীতে তার চেয়ে দ্বিগুণেরও বেশি বিনিয়োগ হয়েছে। আর এদিক থেকে উন্নত বিশ্বকে ছাড়িয়েছে উন্নয়নশীল বিশ্ব।

সারা পৃথিবীতে প্রায় ৮০ লাখ মানুষ নবায়নযোগ্য শক্তি উৎপাদনের সঙ্গে জড়িত। গতবছর বিশ্বব্যাপী প্রায় ১৪৭ গিগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে নবায়নযোগ্য উৎসগুলো থেকে যা পুরো আফ্রিকা মহাদেশে সকল উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের সমান।

বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম পড়ে যাওয়ার পরও চীন যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটেন ও ভারত নবায়নযোগ্য উৎস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। সেই সঙ্গে কমছে নবায়নযোগ্য জ্বালানীর খরচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন