আন্তর্জাতিক ডেস্ক: শুধু আয়ের থেকে বেশি সম্পত্তি আছে বলেই কাউকে অপরাধী বলা যাবে না । তার আগে খতিয়ে দেখতে হবে, অভিযুক্ত ব্যক্তি সেই সম্পত্তির মালিকানা বেআইনিভাবে পেয়েছেন কিনা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার ৬৭ কোটি টাকার আয় বহির্ভূর্ত সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।
বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ জানিয়ে দিয়েছেন, আয়ের থেকে বেশি সম্পত্তি থাকা অপরাধ বলে গণ্য হতে পারে না। যদি দেখা যায়, ওই সম্পত্তির উৎস আয়ে গন্ডগোল রয়েছে, তাহলেই সেটা অপরাধ।
উল্লেখ্য, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় কিছুদিন আগে হাইকোর্টে মুক্তি পেয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে কর্নাটক সরকার। দাবি করে, জয়ললিতার সম্পত্তির হিসেব কষতে ভুল করেছেন হাইকোর্ট । কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন , যদি কর্নাটক সরকারের যুক্তি বিবেচনা করাও হয়, তাহলেই বা কী করে অপরাধী সাব্যস্ত হতে পারেন অভিযুক্ত। কী করে ধরা হবে যে আয়ের হিসেব বহির্ভূত টাকা, তিনি বেআইনিভাবে উপার্জন করেছেন।