News71.com
 International
 02 Jun 16, 01:02 AM
 568           
 0
 02 Jun 16, 01:02 AM

সিরিয়ার ইদলিব শহর ছেড়ে পালাচ্ছে মানুষ।।

সিরিয়ার ইদলিব শহর ছেড়ে পালাচ্ছে মানুষ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আলেপ্পো প্রদেশের ইদলিব শহরে বিমান হামলা দিন দিন বেড়েই চলেছে। ক্রমাগত বোমা হামলায় শহরের হাজার হাজার পরিবার নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।


দেশটিতে এ পর্যন্ত রাশিয়ার বিমান হামলায় বহু বেসামরিক নিহত হয়েছে। দেশটির বেশ কয়েকটি হাসপাতালেও হামলা চালিয়েছে রুশ এবং মার্কিন জোট বাহিনী।


ইদলিব শহরটি দখলে নিতে আল নুসরা ফ্রন্ট এবং এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাচ্ছে সরকার বাহিনী। দু`পক্ষের পাল্টা পাল্টি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা।


বিভিন্ন হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক প্রাণ হারিয়েছে। এছাড়া বহু পরিবার বাস্তুহারা হয়ে পড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন