News71.com
 International
 30 May 16, 10:56 PM
 548           
 0
 30 May 16, 10:56 PM

ভারতে বসবাসরত আফ্রিকানদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

ভারতে বসবাসরত আফ্রিকানদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক: দেশজুড়ে আফ্রিকানদের উপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় । তিনি বলেছেন, দেশের মানুষ যদি আফ্রিকানদের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের ঐতিহাসিক সম্পর্ক থেকে বিচ্যুত হন, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে।

এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য, ভারতের সঙ্গে আফ্রিকার বাণিজ্যিক সম্পর্ক শতবর্ষ প্রাচীন। আফ্রিকার ৫৪টি দেশেই ভারতীয়রা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। মিশরের নেতা আবদেল নাসির এবং ঘানার নেতা কোয়ামি ক্রুমা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিশেষ ঘনিষ্ঠ ছিলেন। কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা গাঁধীবাদী ছিলেন। তরুণ প্রজন্ম হয়তো এই ইতিহাস সম্পর্কে জানে না। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে । আমাদের সভ্যতার মূল্যবোধ বিরোধী কোনো নিদর্শন তৈরি করা উচিত নয় ।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিদেশ মন্ত্রকে যেভাবে এর মোকাবিলা করছে তার প্রশংসা করেছেন প্রণব মুখার্জী । তিনি আফ্রিকান ছাত্রদের আশ্বস্ত করে বলেছেন, এদেশে সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে তাঁদের কোনও ভয় নেই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন