আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহ আগে ভারতের মণিপুরে অসম রাইফেলসের ওপর হামলায় জড়িত সন্দেহভাজন ৮ জঙ্গিকে মায়ানমারে ঢুকে নিধন করল ভারতীয় ফৌজ।
সূত্র মতে, এই গোপন অভিযানের দায়িত্বে ছিল অসম রাইফেলসের বিশেষ জওয়ানরা। শুধু ৮ জঙ্গিকে হত্যা করাই নয়, আরও ১৮ জঙ্গিকে গ্রেফতার করে ভারতীয় জওয়ানরা সেদেশের প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বলে জানা গেছে।
যদিও, মায়ানমার প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয় নি। ভারতের প্রতিরক্ষামন্ত্রক এর সূত্রে বলা হয় , যেখানে এই অভিযান চলেছে, তা মায়ানমার সীমান্তের ১৬ কিলোমিটার ভিতরে।
গত ২২ মে, মণিপুরের চাণ্ডেল জেলায় ২৯ অসম রাইফেলসের ৬ জওয়ানকে হত্যা করেছিল জঙ্গিরা।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে , ময়ানমারে ঢুকে অভিযান চালানোর সিদ্ধান্ত নয়াদিল্লিতে শীর্ষ পর্যায়ে নেওয়া হয়। অসম রাইফেলসের এক কর্তা জানান, গত বছরের জুন মাসের অভিযানের মতো এবারও অভিযান চালিয়ে জওয়ানদের হত্যা করা হয় ২২ মে।
তিনদিন পর অর্থাৎ, ২৫ তারিখ ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ এবং ইস্টার্ন কম্যান্ডের সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী।
ভাষ্য মতে, এবার যে জঙ্গিদের নিধন করা হয়েছে তারা সকলেই এই অঞ্চলে জঙ্গিদের যৌথ সংগঠন কোর কমিটির সদস্য ছিল।
অসম রাইফেলসের অভিযান এখনও সম্পূর্ণ হয় নি। পুরো অভিযানটির তদারকি করছেন ডিমাপুরে অবস্থিত সেনাবাহিনীর ৩ কোর-এর ভারপ্রাপ্ত অফিসার।