News71.com
 International
 30 May 16, 11:49 AM
 603           
 0
 30 May 16, 11:49 AM

পাকিস্তান সীমান্তে পাঁচ বাংলাদেশী আটক

পাকিস্তান সীমান্তে পাঁচ বাংলাদেশী আটক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পাঁচ বাংলাদেশিকে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। আটককৃত বাংলাদেশিরা পাকিস্তানের সীমান্ত পেরিয়ে ইরান যেতে চাইছিলেন বলে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে বলা হয়েছে । সূত্র মতে, বেলুচিস্তান প্রদেশের নালিয়েন্ত চেকপোস্ট থেকে পাঁচ বাংলাদেশিসহ মোট ৭৫ জনকে আটক করা হয়েছে।

পাকিস্তান কোস্টগার্ড (পিসিজি) বলেছে, এরা অবৈধ অভিবাসী। আটককৃত ৭৫ জনের মধ্যে আট আফগান নাগরিক, পাঁচ বাংলাদেশি নাগরিক এবং ৬২ জন পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃত সবাই কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ইরানের দিকে যাচ্ছিলেন। প্রাথমিক তদন্ত শেষে আটককৃত সবাইকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন