News71.com
 International
 21 Sep 19, 09:25 PM
 179           
 0
 21 Sep 19, 09:25 PM

যে কোন দখলদারকে ধ্বংস করা হবে॥ ইরান

যে কোন দখলদারকে ধ্বংস করা হবে॥ ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে যদি কোন দেশ আক্রমণ করে, তাহলে দখলদার সে দেশকে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিশেষায়িত বিপ্লবী গার্ডের কমান্ডার হোসেইন সালাম।তিনি বলেন, ইরানকে যদি কোনো দেশ আক্রমণ করে, সে দেশকেই ‘মূল রণক্ষেত্র’ বানিয়ে ফেলা হবে। শনিবার (২১ সেপ্টেম্বর) তেহরানে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি জোরদারে মার্কিন সৈন্য প্রেরণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতির পর পরই ইরানের তরফ থেকে এই প্রতিক্রিয়া এল।


কমান্ডার হোসেইন সালামি বলেন, কারও যদি নিজের ভূখণ্ডকে মূল রণক্ষেত্র বানানোর খায়েশ হয়, তাহলে আসো। ইরানের অঞ্চলে কোনো ধরনের যুদ্ধাচরণ আমরা বরদাশত করবো না। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ব্যাপারে ‘অতি অ্যাডভেঞ্চারে’ ভুগছে উল্লেখ করে বিপ্লবী গার্ডের এ কমান্ডার বলেন, আগে যে ধরনের কৌশলগত ভুল করেছে, আমরা আশা করি তারা আর এ ধরনের ভুল করবে না। এরআগে সেখানে সালামি ‘ইসলামী বিপ্লব ও পবিত্র প্রতিরক্ষা জাদুঘরে’ একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। জানা গেছে, বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও অন্যদের আটক হওয়া ড্রোনগুলো নিয়ে এই প্রদর্শনী হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন